We Are 30 Years in Computer Education with Reputation

This is "COMPUTER AGE" if you accept the word you will be safe

এটা কম্পিউটারের যুগ, আগামী দিনও তাই, একটা উচ্চমানের প্রফেশনাল কোর্স তোমার জীবন জীবিকায়  নিশ্চিতভাবে সাহায্য করবে।

Group-29

Our Other Centres

image_social_media_icons_in_Globe_Form-removebg-preview

Our New Center at Howrah Maidan

Why Career Planning Seminar

কেবলমাত্র পুঁথিগত বিদ্যা Career  গড়ার জন্য তোমাকে তেমন ভাবে সাহায্য করতে পারবে না । ২-৩% সরকারি চাকরি বাদ দিলে ৯৭-৯৮% বেসরকারি চাকরির বাজারে তোমার যোগ্যতাই তোমার মাপকাঠি। তাই সঠিক Career Course কেমন হবে ? কি করলে কি পাওয়া যাবে, জানতে হবে তার সঠিক তথ্য।

কত টাকা খরচ বা কেমন হবে পরিকল্পনা সবই জানতে হবে । চাকরি না ব্যবসা ? 

 কত টাকা চাই জীবনে ? তার জন্য কত টাকা খরচ বা বিনিয়োগ করবে ? কে দেবে টাকা ? যদি গরিব বা নিম্নবিত্ত হও ? তাহলে সমাধান ? ধনী লোকেরা English Medium- এ যাচ্ছে ।  মেধাবীরা যাচ্ছে B.Tech, BCA, MCA, BBA বা MBA করতে । খরচ মাত্র ৩-১০ লক্ষ, মাইনে মাসে  20 হাজার থেকে ৫- ১০ লক্ষ ।  তুমি কোন দলে ? তুমি কি করবে ? কি করতে পারো ? 

Computer কিন্তু সমস্ত পৃথিবীতে এক নম্বর Career Choice. BCA, B.Tech, MCA, M.Tech না করেও বা সাধারণভাবে গ্রাজুয়েশন হয়ে বা করতে তিন বা চার বছর নষ্ট না করে কিভাবে যুক্তিপূর্ণ  টাকা খরচ করে সফল কম্পিউটার প্রফেশনাল হওয়া যায় সবই জেনে নিতে পারো অভিজ্ঞ কম্পিউটার প্রফেশনাল দের থেকে। এই উদ্দেশ্যে আমাদের যুব কম্পিউটার সেন্টার এর সমস্ত ছাত্র-ছাত্রীরা বিনা খরচে এরকম দুটো সেমিনারে অংশগ্রহণ করার সুযোগ নিতে পারে। একটি শুধু ছাত্র-ছাত্রীদের নিয়ে অন্যটি অভিভাবকদের সাথে নিয়ে।

তাই আমাদের সেন্টারে ভর্তি হওয়ার পরেই যারা চাকরি করতে চায় তারা এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য নাম লেখাবে।

আমরা বোঝাবো কিভাবে লক্ষ লক্ষ টাকা খরচ না করেও সফল কম্পিউটার Career করা যায়।

Placement Company রাই তোমার সব থেকে বড় বন্ধু।

হাজার দুর্নাম থাকলেও Placement Company রাই তোমার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে যদি তোমার বিশ্বাস থাকে এদের প্রতি। Placement  কোম্পানির কাজই হল কর্মপ্রার্থীকে  কাজ দেওয়া আর কোম্পানিগুলোকে কাজের লোক দেওয়া।  দুটো অবশ্যই টাকার বিনিময়।  তাও মাত্র ১ মাসের মাইনে চাকরি পাওয়ার পর।  ভাব তো তুমি ১২-১৫-১৭-২০-২২ বছর ধরে পড়াশোনা করছো, হাজার হাজার বা লাখ লাখ টাকা খরচ করে।  কেউ কি তোমাকে চাকরির গ্যারান্টি দিয়েছে বা তোমাকে নিশ্চিত ভাবেই চাকরিতে ঢুকিয়ে  দেবে ?  তাহলে আর রাজ্য বা দেশে লাখ লাখ বেকার থাকত না বা অন্য রাজ্যে চাকরির জন্য যেত না। 

অথচ ভালো ভাবে ভাব তো  ১ মাসের মাইনে খরচ করেই প্রথম মাস থেকেই আয় করার সুযোগ করে দিচ্ছে জীবনের প্রথম অমূল্য চাকরির ব্যবস্থা করে দেয়। আর সেখান থেকেই ওরা তোমার জীবনের উপসর্গ। 

Placement কোম্পানির কাজই হল কর্মপ্রার্থী ও কর্মদাতার তথ্য বা খবর সংগ্রহ করা। আর কর্মপ্রার্থীকে কর্মদাতার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাতে কর্মপ্রার্থী চাকরিটা পায়। এই দুই পক্ষের সংযোগ স্থাপনেই কাজ তাদের। তার জন্যই তাদের অফিসে যারা লোকজন রাখে টাকা খরচ করে কোম্পানি করা।

এই ব্যবসা চালানোর জন্য টাকা তো লাগবেই আর ব্যবসায় লাভও করতে হবে যাতে কোম্পানিটা বেঁচে থাকে। 

পৃথিবীতে কোন জিনিসই বিনামূল্যে পাওয়া যায় না। সবারই একটা মূল্য আছে। তাই চাকরি দেখে দেওয়ারও একটা খরচ থাকবেই। এটা যদি আমরা মন থেকে মেনে নিতে পারি তো আমাদেরই লাভ । তা না হলে শুধু একটা হিসাবই করে দেখতে বলবো যে একবার হিসাবটা করো যে তুমি কত মাস বেকার আছো ? আর কতদিন দিন বা মাস লাগবে চাকরি পেতে ? এই মাস গুলোকে তোমার যুক্তি পূর্ণ মাসে মাইনে দিয়ে গুণ করে দেখো টাকাটা কত ? তার সঙ্গে তুলনা করো একমাসের মাইনে কত ?

যদি বেকার থাকার সময়ের টাকাটা এক মাসের মাইনের চেয়ে সামান্যই বেশি হয় তো তুমি তোমার বুদ্ধিতেই চলো আর যদি বেকার থাকার সময়টার  মাইনের যোগফল অনেক অনেক বেশি  হয় আজই কোন ভালো Placement কোম্পানিতে Paid Membership নিয়ে নাও। কারণ তারাই তোমাকে বাঁচাতে পারবে কারণ এটা তাদেরই কাজ আর এই কাজ করতে পারলে তবেই তারাও বাঁচবে।

এর বাইরে যত আলোচনা সে সবই সময় নষ্ট ছাড়া আর কিছুই না।

সরকারি চাকরির অন্তত একটা বিকল্প রাখা চাই

যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সাফল্যের জন্য সাফল্য প্রার্থনা করি | কিন্তু মনে রাখা ভালো যে সরকারি চাকরি সংখ্যা খুবই কম | তাই তার কম্পিটিশনটা অতি কঠিন| চাকরি পেয়ে গেলে তোমার সাফল্য ১০০ শতাংশ, আর না পেলে শূন্য  “০”| শূন্য বলছি এই কারণে যে চাকরির পরীক্ষার জন্য যে পড়াশোনা করতে হয়,সেটা আর জীবনে অন্য কোথাও কাজে লাগে  না |

তাই ১০০  আর ০ এর মধ্যে যদি জীবনে ভারসাম্য বজায় রাখতে হয় তো কেরিয়ারে একটা সেকেন্ড অপশন থাকা একান্তই দরকার বা বুদ্ধিমানের কাজ না হলেই ভয়ানক বিপদ |

তার সঙ্গে এখন  আরও দেখতে হবে যে সরকারি চাকরি সত্যিকারের সম্ভাবনা  এখন কতটুকু ? আরও মনে রাখা দরকার যে রাজ্য সরকার এখন বেশির ভাগ চাকরিতেই এখন চুক্তিভিত্তিক নিয়োগ করছে বা করবে | 

এই বিপদে পড়তে না চাইলে সরকারি চাকরি প্রস্তুতির পাশাপাশি ভালো মানের প্রফেশনাল  কোর্স করে রাখাই যুক্তিযুক্ত | আর ভালো প্রফেশনাল কোর্স বলতে কম্পিউটারের  কিন্তু কোন বিকল্প না খোঁজাই ভালো |

আর অনেক টাকা খরচ করেই কোর্সটা করতে হবে কারণ সরকারি চাকরিতে তোমার আয়ের লক্ষ্য ছিল ৩০০০০ থেকে ৭০০০০ মধ্যে | আর বেসরকারিতে শুরু  পশ্চিমবঙ্গে মাত্র ৫০০০ | 

তোমার জীবন তুমি ভাবলেই ভালো | 

আমরা শুধু গাইড করতে পারি আর উন্নত মানের কম্পিউটারটা শেখাতে পারি, সহযোগিতা করতে পারি জীবনের প্রথম চাকরিটা পেতে |

স্বপ্ন সার্থক সারা জীবনের জন্য এটা নিশ্চয়তা |

OUR SERVICE

We're Here To Make Your Website.

Speed Optimised

Far far away, behind the word mountains, far from the countries Vokalia and Consonantia.

Cloud Service

Far far away, behind the word mountains, far from the countries Vokalia and Consonantia.

Development

Far far away, behind the word mountains, far from the countries Vokalia and Consonantia.

Dot
Path-18
Purple-Cirle
Mask-Group-84@2x

ABOUT US

Our Institute Is Here to Help You

Far far away, behind the word mountains, far from the countries Vokalia and Consonantia, there live the blind texts. Separated they live in Bookmarksgrove right at the coast of the Semantics, a large language ocean.

RECENT WORK

Our Recent Web Design & Some Past Project

Far far away, behind the word mountains, far from the countries Vokalia and Consonantia, there live the blind texts.

Director's Speech

Dear Students / Professionals, Plan your career in the Computer Field. We COMPUTER AGE Group of Institutions will assist you to reach in your Goal. A huge Job Market in India and Abroad now and it has increased dramatically after GST Implementation in India. A huge demand for the well trained Computer Professionals in India and Abroad. We have been providing Industry Standard Computer Education to the students to be a successful Computer Professionals since 1993. Just Join us and be a successful Computer Professional.

Path-958@2x

Sudip Saha

"
Computer Age is the institution that you should choose when you want to learn any computer courses. The faculty is very good.

Brishti Dhara

"
My time in Computer age was very thrilling experience. I learned a lot. The teachers were very understanding and helpful.

Annesha Acharya

"
Computer Age has provided me with best learning experience. I enjoyed my time here. It is a very good institution.

Milan Polley

"
I have completed my advance diploma in tally programming from Computer Age. The teachers are very good. They teach in an easy way.

TESTIMONIAL

What Our Student Say

0 K
Happy Customer
0 K
Layout Done
0
Get Award
0
Projects Done

BLOG

Latest From The Blog

Far Far away, behind the word mountains, far from the countries Vocalic and Consonantal