Placement Company তোমার সব থেকে বড় বন্ধু।
হাজার দুর্নাম থাকলেও Placement Company রাই তোমার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে যদি তোমার বিশ্বাস থাকে এদের প্রতি। Placement কোম্পানির কাজই হল কর্মপ্রার্থীকে কাজ দেওয়া আর কোম্পানিগুলোকে কাজের লোক দেওয়া। দুটো অবশ্যই টাকার বিনিময়। তাও মাত্র ১ মাসের মাইনে চাকরি পাওয়ার পর। ভাব তো তুমি ১২-১৫-১৭-২০-২২ বছর ধরে পড়াশোনা করছো, হাজার হাজার বা লাখ লাখ টাকা খরচ করে। কেউ কি তোমাকে চাকরির গ্যারান্টি দিয়েছে বা তোমাকে নিশ্চিত ভাবেই চাকরিতে ঢুকিয়ে দেবে ? তাহলে আর রাজ্য বা দেশে লাখ লাখ বেকার থাকত না বা অন্য রাজ্যে চাকরির জন্য যেত না।
অথচ ভালো ভাবে ভাব তো ১ মাসের মাইনে খরচ করেই প্রথম মাস থেকেই আয় করার সুযোগ করে দিচ্ছে জীবনের প্রথম অমূল্য চাকরির ব্যবস্থা করে দেয়। আর সেখান থেকেই ওরা তোমার জীবনের উপসর্গ।
Placement কোম্পানির কাজই হল কর্মপ্রার্থী ও কর্মদাতার তথ্য বা খবর সংগ্রহ করা। আর কর্মপ্রার্থীকে কর্মদাতার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাতে কর্মপ্রার্থী চাকরিটা পায়। এই দুই পক্ষের সংযোগ স্থাপনেই কাজ তাদের। তার জন্যই তাদের অফিসে যারা লোকজন রাখে টাকা খরচ করে কোম্পানি করা।
এই ব্যবসা চালানোর জন্য টাকা তো লাগবেই আর ব্যবসায় লাভও করতে হবে যাতে কোম্পানিটা বেঁচে থাকে।
পৃথিবীতে কোন জিনিসই বিনামূল্যে পাওয়া যায় না। সবারই একটা মূল্য আছে। তাই চাকরি দেখে দেওয়ারও একটা খরচ থাকবেই। এটা যদি আমরা মন থেকে মেনে নিতে পারি তো আমাদেরই লাভ । তা না হলে শুধু একটা হিসাবই করে দেখতে বলবো যে একবার হিসাবটা করো যে তুমি কত মাস বেকার আছো ? আর কতদিন দিন বা মাস লাগবে চাকরি পেতে ? এই মাস গুলোকে তোমার যুক্তি পূর্ণ মাসে মাইনে দিয়ে গুণ করে দেখো টাকাটা কত ? তার সঙ্গে তুলনা করো একমাসের মাইনে কত ?
যদি বেকার থাকার সময়ের টাকাটা এক মাসের মাইনের চেয়ে সামান্যই বেশি হয় তো তুমি তোমার বুদ্ধিতেই চলো আর যদি বেকার থাকার সময়টার মাইনের যোগফল অনেক অনেক বেশি হয় আজই কোন ভালো Placement কোম্পানিতে Paid Membership নিয়ে নাও। কারণ তারাই তোমাকে বাঁচাতে পারবে কারণ এটা তাদেরই কাজ আর এই কাজ করতে পারলে তবেই তারাও বাঁচবে।
এর বাইরে যত আলোচনা সে সবই সময় নষ্ট ছাড়া আর কিছুই না।